Easy Earn Money

Friday, June 2, 2017

কিভাবে ফ্রিতে পাইওনিয়ার মাষ্টার কার্ড পাবেন। মাত্র ১০ দিনের মধ্যে আপনার বাসার ঠিকানায় চলে আসবে।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? জানি সবাই ভালো আছেন,অনেক দিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। যাই হোক কাজের কথায় আসি, আজ আমি আপনাদের সাথে একটি টিউন টি শেয়ার করবো। কি করে একটি ফ্রি পাইওনিয়ার মাষ্টার কার্ড পাবেন।পাইওনিয়ার কোম্পানির মাষ্টার কার্ড পৃথিবির ২০০ টি বেশী দেশে সাপোর্ট করে, আপনি যে কোন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন, বাংলাদেশে ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তলন করতে পারবেন, আবার অন্য কোন দেশে ভিজিট করলে এই পাওনিয়ার কার্ড দিয়েে এটিএম বুথ থেকে টাকা ডলারে কনবার্ট করতে পারবেন। আমারা হয়তো অনেকেই পাইওনিয়ার মাষ্টার কার্ডের জন্য Apply করেছি, হয়তো কেউ পেয়েছি আবার কেউ পায়নি, কিংবা কারো পাওনিয়ার একাউন্টে Card Activated Show করছে। এর কারন হলো আপনি হয়তো ব্যাংক একাউন্ট নামে ভুল করেছেন, না হলে আপনার বাসার ঠিকানা,তাই যারা এখনো পাইওনিয়ার মাষ্টার কার্ড পাননি শুধু তারা এই ভিডিও টি দেখবেন। কিভাবে একটি পাইওনিয়ার মাষ্টার কার্ড পেতে হয়। Click Here
যাদের কাছে আমার টিউনটা ভাল লেগেছে তারা লাইক, টিউমেন্ট ও সাবস্কাইব করতে একদম ভুলবেন না যেন।  


 

1 comments:

  1. বর্তমান সময়ে (২০১৯ সালে) পেওনিয়ার খুব শক্ত ভাবে তাদের ব্যাবসায়িক নিয়োম নীতি গুলোকে আনুসরন করে চলেছে যা পূর্বে কখনই ছিল না। সেই ধারাবারিকতায় বর্তমান সময় কেউ আর তেমন ভাবে পেওনিয়ার কার্ডের অর্ডার করলেও এপ্রূভাল পাচ্ছে না। তাই নিদ্রিষ্ট কিছু সুবিধা তুলে ধরা হলো যে- সুবিধা গুলোর উপর ভিত্তি করে আপনাকে ক্রয় করতে হতে পারে একটি পেয়নিয়ার মাষ্টার কার্ড সহ পেওনিয়ার একাউন্ট।
    বিস্তারিতঃ কেনো আপনি Payoneer Master Card -সহ একাউন্ট ক্রয় করবেন ?

    ReplyDelete